হরিশ্চন্দ্রপুর ও চাঁচলে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস। এই জন্মবার্ষিকী উপলক্ষ করে জুলুস ও ফাতেহার আয়োজন করা হয়। জুলুস ও ফাতেহাতে হাজির হন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
এদিন হরিশ্চন্দ্রপুরে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্ব নবীর জন্ম দিবস। এই জন্মবার্ষিকী উপলক্ষে তুলসিহাটা ভবানীপুর ব্রিজ ইকরা মসজিদের উদ্যোগে জুলুস ও ফাতেহার আয়োজন করা হয়। হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরা মসজিদ চত্বরে জমায়েত হয়। তারপর সেখান থেকে জুলুস বের হয়। যা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
পাশাপাশি মিলাদুন নবীর জন্মদিন উপলক্ষে চাঁচল মহকুমার নুরি মসজিদ থেকে এক বিশাল র্যালি বের হয়। এই র্যালিটি চাঁচল শহর পরিক্রমা করার পর র্যালিটি পুনরায় নুরি মসজিদে এসে শেষ হয়।